Wednesday , 13 December 2023 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. আদালত
  4. খেলাধুলো
  5. জাতীয়
  6. ফিচার
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. সারাদেশ

কালীগঞ্জে ৬ মটর শ্রমিক পরিবারকে অনুদান প্রদান

প্রতিবেদক
Bangladeshpratidin24
December 13, 2023 12:24 pm
কালীগঞ্জে ৬ মটর শ্রমিক পরিবারকে অনুদান প্রদান

এস এম মামুন কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৬ জন মৃত চালক ও হেলপার সদস্যদের পরিবারকে নগদ ৬ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

অনুদানপ্রাপ্ত হলো, মৃত চালক সদস্য আব্দুর রহমান, আনিছুর রহমান ও সুলতান আহম্মেদ, মৃত হেলাপর সদস্য ওহিদুল ইসলাম ওহিদ, আব্দুল মাজেদ ও শফিউদ্দিন। তাদের মধ্যে মৃত চালক সদস্যদের পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকা এবং মৃত হেলপার সদস্যদের ৭৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নের কালীগঞ্জের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক নাসিম উল্লাহ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও কাউন্সিলর মোক্তার হোসেনসহ সাধারণ সদস্যগণ।

সর্বশেষ - Uncategorized