Monday , 11 September 2023 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. আদালত
  4. খেলাধুলো
  5. জাতীয়
  6. ফিচার
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. সারাদেশ

কালীগঞ্জে সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

September 11, 2023 3:57 am

এস,এম,মামুন:কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:

ইউনেস্কো কর্তৃক নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য-
‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। এ
প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন
দিবসটি উদযাপনে নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় র‍্যালী ও উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তজার্তিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য
তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। ১৯৬৬ সালে বিশ্বে প্রথমবারের মতো আন্তজার্তিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ উপজেলা এলজিইজি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ,উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা ফারুক হোসেন,কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
থেকে আগত শিক্ষমমন্ডলী। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ। গত বছর অর্থাৎ
২০২২ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৭৪ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে এক বছরে দেশে সাক্ষরতার হার বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ।

আরও